তিতুদহের গড়াইটুপিতে গতকাল অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা
- আপলোড টাইম : ০১:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
- / ৪১৭ বার পড়া হয়েছে
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপিতে অনুষ্ঠিত হলো বাৎসরিক ভয়ংকর সাপের খেলা বা ঝাপান। গতকাল মঙ্গলবার গড়াইটুপি গ্রামের আব্দুর রহিমের সভাপতিত্বে এই ঝাপান খেলা পরিচালিত হয়। আট থেকে দশটি সাপুড়ে দল নানা প্রজাতির বিষাক্ত সাপ নিয়ে সকাল ১০টা থেকে খেলা শুরু করে। অত্র খেলায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন। আরও উপস্থিত ছিলেন নবগঠিত গড়াইটুপি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাব্দার এর পুত্র শফিকুজ্জামান রাজু (মাষ্টার), নবগঠিত গড়াইটুপি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী তিতুদহ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ও খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন (খোকন), নবগঠিত গড়াইটুপি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম (জাহিদ), তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান প্রমূখ। খেলাটি দেখার জন্য এলাকাবাসীসহ অনেক দুর থেকে আসা শত শত নারী ও পুরুষ ভিড় জমায়। বিকাল ৪টায় খেলা শেষ হলে খেলা কমিটি খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে ১ম এবং ২য় স্থান অধিকারীর মধ্যে দুটি ছাগল পুরস্কার দেন।