গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাবের অভিযান ফেনসিডিল ও মদসহ ২ মাদকব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০১:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
- / ৩৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের আরাপপুর থেকে গতকাল বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর জনৈক গফুর মাস্টারের ভাড়াটিয়া বাসার ভিতর হতে ০২জন মাদক ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম সিআর(৩৮), পিতা-মৃত জহুরুল ইসলাম,সাং-বিরাহিমপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ ২। মোঃ সুজন আলী(২৮),পিতা-মোঃ মন্টু সরদার, সাং-যাদবপুর, থানা-আলমডাংগা, জেলা-চুয়াডাংগাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেখানোমতে ভাড়াটিয়া বাসার ভিতর হতে অবৈধ মালামাল হিসেবে ০১টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০৫ বোতল ফেন্সিডিল, ০২ বোতল বিদেশী মদ, ০১টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ০১ কেজি গাঁজা, রুমের খাটের তোষকের নীচ হতে তল্লাশী করে ০৩টি বিভিন্ন মডেলের মোবাইলসেট এবং মাদক বিক্রিত নগদ ৮৪০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার সদর থানায় অদ্য ১১/১০/১৬ তারিখ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিল এর ৯(খ)/৭(ক)/২২(গ) ধারার মামলা করা হবে বলে জানা গেছে।