চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা শিমুল লস্করের অবৈধ গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি
- আপলোড টাইম : ১২:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
- / ৩৯৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শিমুল লস্করকে বড় বাজার পূজা মন্ডপ থেকে পুলিশ অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড ছেড়ার প্রতিবাদ চুয়াডাঙ্গা পুলিশ বিশেষ মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য অবৈধভাবে তাকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগের বিদ্রোহী পৌর মেয়র জিপু চৌধূরীর লোকেরা যখন পুলিশের উপস্থিতিতে প্রকাশ্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা সম্বলিত বিলবোর্ড, ফেস্টুন নষ্ট ও অবমাননা করছিলো তখন ছাত্রলীগ নেতা শিমুল লস্কর প্রতিবাদ করলে পুলিশ তাকে অহেতুক কোন কারণ ছাড়াই গ্রেফতার করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, পৌর ও সদর থানা ছাত্রলীগ পুলিশের এই অবৈধভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ছাত্রলীগ নেতা শিমুল লস্করের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।