জীবননগর সীমান্তে নতুন পাড়া গ্রামের রাস্তা গুলোর বেহাল দশা : দুর্ভোগে পথচারীরা
- আপলোড টাইম : ১২:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
- / ৭১৫ বার পড়া হয়েছে
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ জীবননগর থেকে: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের রাস্তাগুলোর বেহাল অবস্থা। দীর্ঘদিন যাবৎ রাস্তার কোন সংস্কার না করায় রাস্তার মাঝখানসহ দুই পাশ ভেঙ্গে রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে নিয়মিত ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের অধিকাংশ রাস্তার ধারে পুকুর থাকায় এবং রাস্তায় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকির মধ্যে পড়েছে সাধারণ পথচারীসহ এই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো। এই রাস্তা দিয়ে প্রতিনিয়িত ট্রাক, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। বর্তমান রাস্তার মাঝখানে বড় বড় গতের্র কারণে সাধারন পথচারীসহ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে চরম বিপাকে পড়তে হচ্ছে। বর্তমান সরকার ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে গেলেও নতুনপাড়া গ্রামে এখনও পর্যন্ত ডিজিটালের ছোয়া লাগেনি শুধুমাত্র সরকারী কোন উদ্দ্যোগ না থাকায়। একটু ভারী বৃষ্টি হলেই এমনকি রাতের অন্ধকারে পথচলাচল করতে সাধারন মানুষের পড়তে হয় চরম বিপাকে। তাই এলাকাবাসীসহ সুশিল সমাজের সকলে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছে।