পৌর নির্বাচনের দাবীতে মেহেরপুরে জনতার মঞ্চ গঠন
- আপলোড টাইম : ০১:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬
- / ৪৪৬ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সমন্বয়ে মেহেরপুর জনতার মঞ্চ গঠন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সামনে গঠিত এই জনতার মঞ্চ থেকে পৌর নির্বচন আদায়ের লক্ষে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জনতার মঞ্চের মুখোপাত্র শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, মালেক হোসেন মোহন, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবলীগ ও ছাত্রীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর পৌর নির্বাচন ও নাগরিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেক্ষ্য, গত ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন মেহেরপুর পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষনা করেন। ঘোষীত তফশীল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৬ অক্টোবর মনোনয়ন জমার শেষে সন্ধ্যার সময় নির্বাচন কমিশন উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত করেন।