মেহেরপুরে জাতীয় পার্টির একাংশের ২২ জন নেতা-কর্মীর দল থেকে পদত্যাগ
- আপলোড টাইম : ১২:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০১৬
- / ৩৬২ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীদের ষড়যন্ত্রের কারণে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু দল থেকে পদত্যাগ করেন কয়েকদিন আগে তারই ধারাবাহিকতায় তার নেতৃত্বে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির একাংশের ২২ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেছেন। মেহেরপুর শহরের বড় বাজারস্থ জাতীয় পার্টির একাংশের কার্যালয়ে নেতা-কর্মীরা পদত্যাগ করেন। এসময় জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জাতীয় পার্টির কুতুবপুর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, গাংনী উপজেলার সহ-সভাপতি রফিজউদ্দিন, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এসএম ফয়েজসহ দলের একাংশের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু কেন্দ্রীয় নেতাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জানান, জাতীয় পার্টির দলের নেতা-কর্মীরা অভ্যন্তরীণ কোন্দল ও স্থানীয় নেতা-কর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই নেতা-কর্মীরা পদত্যাগ করেছে।