ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

পৌর ভোটের দাবীতে ফুঁসছে মেহেরপুর নারীদের ঝাঁটা মিছিল : ৫ নারী লাঞ্ছিত : পুলিশ সদস্য ক্লোজড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
  • / ৪৬৪ বার পড়া হয়েছে

Meherpur-03 Meherpur-01মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবীতে ক্রমেই ফুঁসে উঠছে মেহেরপুরবাসী। তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, বর্তমান মেয়রের বাড়ি ও অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধরা। ভোটের দাবীতে বৃহস্পতিবার রাত থেকে টানা চলছে এই আন্দোলন। গতকাল শনিবার একই দাবীতে নারীরা ঝাঁড়–মিছিল বের করে। ভোট বন্ধের পিছনে বর্তমান মেয়রকে দায়ী করে। মিছিলকারীরা মেয়র মতুকে ব্যঙ্গ করে বিভিন্ন ¯ে¬াগান দিতে থাকে। প্রতিবাদ জানাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শত শত নারীরা বিকেলে হোটেলবাজার রিপন টাওয়ারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিনের সময় তারা বর্তমান মেয়রের বাড়ি অবরোধের চেষ্টা করে। নারীরা মেয়রের বাড়ির দিকে ঝাটামিছিল নিয়ে যেতে চাইলে মহিলা পুলিশ বাধা দেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষুব্ধ নারী ও পুলিশের ধস্তাধস্তি হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবারও বিক্ষুব্ধ নারীরা মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় গোয়েন্দা পুলিশের এক সদস্যকর্তৃক ৫নারী লাঞ্ছিত হওয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশের কনস্টেবল নাজিম উদ্দিনকে তাৎক্ষনিকভাবে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং নির্বাচনের দাবীতে টানা তিনদিনের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।  মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান,  যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ নারীদের লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ সদস্য নাজিমকে প্রাথমিক ভাবে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সিমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর এই দুই স্থানের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে এক আদেশে ৩১ অক্টোবর ওই দুই স্থানে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে তফসিল ঘোষণার জন্য জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেন। সেই তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর স্থগিত হয়ে গেল এই নির্বাচন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

পৌর ভোটের দাবীতে ফুঁসছে মেহেরপুর নারীদের ঝাঁটা মিছিল : ৫ নারী লাঞ্ছিত : পুলিশ সদস্য ক্লোজড

আপলোড টাইম : ১২:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬

Meherpur-03 Meherpur-01মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবীতে ক্রমেই ফুঁসে উঠছে মেহেরপুরবাসী। তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, বর্তমান মেয়রের বাড়ি ও অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধরা। ভোটের দাবীতে বৃহস্পতিবার রাত থেকে টানা চলছে এই আন্দোলন। গতকাল শনিবার একই দাবীতে নারীরা ঝাঁড়–মিছিল বের করে। ভোট বন্ধের পিছনে বর্তমান মেয়রকে দায়ী করে। মিছিলকারীরা মেয়র মতুকে ব্যঙ্গ করে বিভিন্ন ¯ে¬াগান দিতে থাকে। প্রতিবাদ জানাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শত শত নারীরা বিকেলে হোটেলবাজার রিপন টাওয়ারের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিনের সময় তারা বর্তমান মেয়রের বাড়ি অবরোধের চেষ্টা করে। নারীরা মেয়রের বাড়ির দিকে ঝাটামিছিল নিয়ে যেতে চাইলে মহিলা পুলিশ বাধা দেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে বিক্ষুব্ধ নারী ও পুলিশের ধস্তাধস্তি হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবারও বিক্ষুব্ধ নারীরা মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় গোয়েন্দা পুলিশের এক সদস্যকর্তৃক ৫নারী লাঞ্ছিত হওয়ায় উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশের কনস্টেবল নাজিম উদ্দিনকে তাৎক্ষনিকভাবে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং নির্বাচনের দাবীতে টানা তিনদিনের পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।  মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান,  যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ নারীদের লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ সদস্য নাজিমকে প্রাথমিক ভাবে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সিমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধ থাকে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর এই দুই স্থানের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে এক আদেশে ৩১ অক্টোবর ওই দুই স্থানে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করে তফসিল ঘোষণার জন্য জেলা নির্বাচন অফিসকে নির্দেশ দেন। সেই তফসিল অনুযায়ী ৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর স্থগিত হয়ে গেল এই নির্বাচন।