জীবননগর বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে বিপত্তি ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত
- আপলোড টাইম : ১২:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
- / ২৮০ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর শহরের পুরাতন কৃষি ব্যাংকের পাশে অবস্থিত কাঠপট্টিতে বৈদ্যুতিক তারের সর্ট সার্কিট হয়ে এই পট্টির ফার্নিচার ডিজাইনার রজব আলীর দোকানে আগুন লেগে যায় এবং দোকানে থাকা মেশিনপত্রসহ ফার্নিচার পুড়ে প্রায় ১৪লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। এসময় পাশে হাফিজুরের দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। জীবননগর বাজারে ভ্যান চালক মফিজুল ইসলাম গভীর রাতে কাঠ পট্টিতে ভয়াবহ আগুন দেখে জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেন। জীবননগর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা আগুনের লেলিহীন দেখে দ্রুত কন্টোলরুমে বিষয়টি জানালে দর্শনা ফায়ার সার্ভিস একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁেছ ১ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভয়াবহ অগ্নিকান্ডে রজব আলী ও হাফিজুর নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা সরকারী অনুদান কামনা করছেন বলে জানা গেছে।