শিরোনাম:
পারকৃষ্ণপুর বাজারে ট্রাকের বাম্পার থেকে পড়ে হেলপারের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১২:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
- / ২৭৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর বাজারে গতিরোধকের ঝাকিতে ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-(ট-১১-০৬৬৭) নং ট্রাক পারকৃষ্ণপুর বালি ফেলে ফিরে আসছিল। এ সময় ট্রাকের বাম্পাারে বসে থাকা হেলপার দর্শনা থানা পাড়ার গোলাম মোস্তফার ছেলে ফিরোজ আহম্মেদ (২২)পারকৃষ্ণপুর বাজারে বিশারতের ও সাইদুর রহমানের দোকানের নিকট সড়কের বিটে ঝাঁিক লেগে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় দর্শনা মুক্তি ক্লিনিকে নেওয়ার পথে সে মারা যায়। ট্রাকের মালিক রফিকুল ইসলাম বলেন সে আমার ট্রাকের হেলপার নয়। সে একজন নেশাখোর আমার ট্রাক বালি ফেলে আসছিল। এসময় সে জোরপূর্বক ট্রাকের বাম্পারে উঠে পড়ে। এরপর সড়কের গতিরোধকের ঝাঁিকতে পড়ে সে মারা যায়।
ট্যাগ :