ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে রানী ফুডের পচা রুটি বিস্কুটে বাজার সয়লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

rrrrrr

জীবননগর অফিস: জীবননগরে পচা রুটি, বিস্কুটে বাজার সয়লাব। প্রতিনিয়িত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ওপশার মানুষেরা এই পচা রুটি, বিস্কুট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ছে এমনকি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। জীবননগর শহরে রানী ফুড এই ধরণের অস্বাস্থ্যকর খাবার বাজারে পরিবেশন করছে বলে অভিযোগ উঠেছে। জীবননগর তেতুলিয়া গ্রামের মুদি দোকান ব্যবসায়ী হাসেমের দোকানে এবং বাড়ভাঙ্গার খাদেমের দোকানসহ এই উপজেলার বিভিন্ন মুদি দোকানে ই সমস্ত পচা খাবার সরেজমিন ঘুরে দেখা যায়। এবিষয়ে জীবননগরের ইনস্ট্রাক্টর জামাল হোসেন এই প্রতিবেদককে জানান, রানী ফুডকে কয়েকবার সতর্ক করা হয়েছে। তাদের এই ধরণের পচা খাবার বাজারে পরিবেশন করতে নিষেধ করতে গেলে রানী ফুড মালিকের ছেলে সাগর আমাকে হত্যার হুমকী দেয়। আমি বিষয়টি উর্দতন কর্তৃপক্ষকে আজ লিখিতভাবে জানাবো। এছাড়া ইনস্ট্রাক্টর জামাল হোসেন আজ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করবেন বলে জানা গেছে। এবিষয়ে রানী ফুড মালিকের ছেলে সাগরের এমন আচারণে স্থানীয় হতবাগ হয়ে পড়েন। কিন্তু সরকার সমর্থিত হওয়ায় কেউ কিছু বরতে সাহস পাননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে রানী ফুডের পচা রুটি বিস্কুটে বাজার সয়লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

আপলোড টাইম : ১২:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬

rrrrrr

জীবননগর অফিস: জীবননগরে পচা রুটি, বিস্কুটে বাজার সয়লাব। প্রতিনিয়িত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ওপশার মানুষেরা এই পচা রুটি, বিস্কুট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ছে এমনকি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। জীবননগর শহরে রানী ফুড এই ধরণের অস্বাস্থ্যকর খাবার বাজারে পরিবেশন করছে বলে অভিযোগ উঠেছে। জীবননগর তেতুলিয়া গ্রামের মুদি দোকান ব্যবসায়ী হাসেমের দোকানে এবং বাড়ভাঙ্গার খাদেমের দোকানসহ এই উপজেলার বিভিন্ন মুদি দোকানে ই সমস্ত পচা খাবার সরেজমিন ঘুরে দেখা যায়। এবিষয়ে জীবননগরের ইনস্ট্রাক্টর জামাল হোসেন এই প্রতিবেদককে জানান, রানী ফুডকে কয়েকবার সতর্ক করা হয়েছে। তাদের এই ধরণের পচা খাবার বাজারে পরিবেশন করতে নিষেধ করতে গেলে রানী ফুড মালিকের ছেলে সাগর আমাকে হত্যার হুমকী দেয়। আমি বিষয়টি উর্দতন কর্তৃপক্ষকে আজ লিখিতভাবে জানাবো। এছাড়া ইনস্ট্রাক্টর জামাল হোসেন আজ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করবেন বলে জানা গেছে। এবিষয়ে রানী ফুড মালিকের ছেলে সাগরের এমন আচারণে স্থানীয় হতবাগ হয়ে পড়েন। কিন্তু সরকার সমর্থিত হওয়ায় কেউ কিছু বরতে সাহস পাননি।