“আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি” চুয়াডাঙ্গায় সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক স্মরণানুষ্ঠান
- আপলোড টাইম : ১২:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬
- / ৭৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: “আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মালেকা হক মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মোহিত। শুক্রবার দেশব্যাপী একযোগে আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে আবৃত্তি স্মন্বয় পরিষদের সদস্য সাংগঠণ চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ। জানা যায়, কবিতা, গল্প, উপন্যাস, সংগীত, শিশু সাহিত্য, অনুবাদ সাহিত্য, চিত্রনাট্যসহ সাহিত্যে সকল শাখায় সমান ভাবে বিচরণ করেছেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক। গত ২৭ সেপ্টেম্বর এই কবি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকেল চার টায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ কবির এক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সংগঠণের উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মালেকা হক মাখনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যপক আব্দুল মোহিত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর পদ্মপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ উদ্দীন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠণের সভাপতি মোঃ আলাউদ্দীন। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মরিয়ম শেলী। এছাড়াও বক্তব্য রাখেন এ্যাড. বজলুর রহমান ও উদিচি জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান। অনুষ্ঠানে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করে চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদের ছাত্রী, আফিয়া আনজুম প্রাচী, মুনতারিন রহমান প্রাপ্তী, সানিয়া মাহজাবীন, মায়মুনা মাহনুর বুশরা, অদ্রিজা জান্নাত এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আবৃত্তি স্মন্বয় পরিষদের আয়োজনে শুক্রবার দেশব্যাপী একযোগে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে আবৃত্তি সন্ময় পরিষদের সদস্য সাংগঠণ চুয়াডাঙ্গা আবৃত্তি পরিষদ।