দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতার ছেলে বহু অপকর্মের হোতা রাসেল এখন গরু চোর
- আপলোড টাইম : ১২:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬
- / ৪৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার চিহিৃত মাদক ব্যবসায়ী বহু অপকর্মের হোতা দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফের ছেলে রাসেলের নাম এখন গরু চোরের খাতায়। চোরাই গরু লাটাহাম্বার মোটরসাইকেলসহ লাটাহাম্বার মালিককে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। বৃহস্পিতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মাথাভাঙ্গা নদীর নিকট থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। বহু অপকর্মের হোতা হলেও নেতার ছেলে হওয়ায় সব কিছু থেকে পার পেয়ে যায় সে। জানা গেছে, বৃহস্পিতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মনির শিকদার গোপন সংবাদের ভিত্তিত্বে এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় চোরাই গরু লাটাহাম্বারে উঠানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফের ছেলে, দামুড়হুদা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মারাত্মক আহত করা মামলার আসামি রাসেলের টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, লাটাহাম্বার আটক করে থানায় নিয়ে আসে। পরে দশমি পাড়ার ফকিরের ছেলে শহিদ কশাই তার নিজের ভাড়ায় দেওয়া লাটাহাম্বার ছাড়াতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে যুবলীগনেতার ছেলে রাসেল (৩৫) কুদ্দুসের ছেলে জাকির (২৫) কশাই আলমঙ্গীর, রনি, টেংরাসহ অঙ্গাত নামে কয়েক জনের নাম প্রকাশ করে। উল্লেখ্য, বছর দেড়েক আগে রাসেলসহ কয়েক জন মিলে দামুড়হুদা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়াও সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে ও জাল টাকার ব্যবসা করে যশোরে আড়াই মাস জেল খেটেছে বলেও এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে। রাসেল যুবলীগ নেতার ছেলে হওয়ায় একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে বলে এলাকার অনেকে জানান। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান রাসেলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একাধিক মামলা রয়েছে।