চুয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা সম্মেলনে বক্তাগণ চুয়াডাঙ্গাতে কৃষি বিশ্ব বিদ্যালয় চাই
- আপলোড টাইম : ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
- / ৪০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: “অসাম্প্রদায়িক গনতান্ত্রিক শিক্ষার লড়াই অব্যাহত রাখো সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গীবাদ দুর্নীতি সন্ত্রাস প্রতিহত করো” এই স্লোগানে গতকাল বাংলাদেশ ছাত্রমৈত্রীর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমরেড আনিসুর রহমান মল্লিক সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুর সদস্য বাংলাদেশের ওয়ার্কাস পার্টি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সভাপতি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুদ রানা তরুন সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতুলন দাস আলো। সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আরো বক্তব্য রাখেন কমরেড সিরাজুল ইসলাম শেখ সভাপতি ওয়াকার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা মামুন-অর-রশিদ যুব মৈত্রীর সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রমুখ। আজকের সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রমৈত্রীর কমিটি ঘোষনা করা হয়। সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন তনুসহ ২১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে পরিচালনা করেন বায়জিদ হোসেন। সম্মেলনে বক্তারা কৃষি প্রধান অঞ্চল হিসেবে চুয়াডাঙ্গাতে কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপন এবং একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সাংসদ নির্বাচনের জোর দাবি জানান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রী চুয়াডাঙ্গা জেলা শাখা দপ্তর সম্পাদক আলমগীর হোসেন।