জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময়
- আপলোড টাইম : ১১:৪৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
- / ৩৫১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার মান উন্নয়নের লক্ষে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা পরিষদের শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলরুমে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে লেখাপড়ার উন্নয়নের লক্ষে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ইঞ্জিনিয়ার ওসমান গনি, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম। এসময় কেডিকে ইউনিয়নের প্রশাসক শামনুর রহমান, সাংবাদিক জাহিদ বাবু, উপজেলা শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা তহমিনা আক্তার মুন্নীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিশু নিকেতন মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক শওকত আলী।