শিরোনাম:
চুয়াডাঙ্গায় প্রয়াত ওয়ালিউর রহমান টুল্লু ও কাতব আলীর স্মরণে দোয়া অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার মাসিক সমন্বয় সভাশেষে সদ্য প্রয়াত ওয়ালিউর রহমান মালিক টুল্লু ও কাতব আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে লোকমোর্চার কার্যালয়ে মাসিক সমন্বয় সভাশেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহাজাহান মুকুল, জেলা সদস্য এ্যাড. হানিফ উদ্দীন, কিশোর কুমার কুম্ভ, নির্বাহী সদস্য পারভীন লায়লা মালিক, সদস্য দিলনরুবা খানম, সদস্য শিরিনা ইয়াসমিন, নির্বাহী সদস্য রাশিদা হাসনুআরা, নির্বাহী সদস্য মানিক আকবর, নির্বাহী সদস্য মো: শহীদুল হক বিশ্বাস, সচিব মোছা: কানিজ সুলতানাসহ জেলা লোকমোর্চার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
ট্যাগ :