ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিপুল পরিমান মাদকসহ যুবলীগ নেতা আটকের গুজব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
  • / ৪২৯ বার পড়া হয়েছে

efer
নিজস্ব প্রতিবেদক/দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা নফর আলীকে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ আটকের গুজব ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নফরের পরিবার তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নফরকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার স্বীকারোক্তিতে উজলপুর নিলমারী সড়ক থেকে ১২’শ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ে। বগা নামে তার এক সহযোগীও নফরের সাথে আটক হয় এমন কথাও প্রচার হয়েছে। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬, ডিবি ও পুলিশের কোন সুত্র নফর আলীকে আটকের কথা স্বীকার করেনি। নফর আলী দর্শনা পৌরসভার দক্ষিন চাঁদপুর গ্রামের মৃত পুটে মল্লিকের ছেলে। মাদক স¤্রাজ্যের চাঁই হিসেবে পরিচিত নফর আলী হল্টচাঁদপুর মাদকের ঘাটটি পরিচালনা করেন। মাদকের পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার গুরুতর অভিযোগ রয়েছে। দলীয় সাইনবোর্ড ব্যবহার করে নির্বিঘেœ তিনি রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছেন বলে দীর্ঘদিনের অভিযোগ। তার রয়েছে প্রশিক্ষিত কয়েক’শ কর্মীবাহিনী। যারা গোটা দক্ষিনাঞ্চল নিয়ন্ত্রন করছে। দর্শনার অনেক রতি মহারতি মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। প্রতিদিন এই সিন্ডিকেটের কোটি কোটি টাকার ফেনসিডিল ও ইয়াবা ঢুকছে চুয়াডাঙ্গার খাড়াগোদা, সরোজগঞ্জসহ বিভিন্ন রুট দিয়ে। চাকলাপাড়ার কুখ্যাত মাদক স¤্রাট রবি আটক হওয়ার পর নফরের নাম ফাঁস হয়ে পড়ে এমন কথাও শোনা যাচ্ছে। নফর আলীর আটক নিয়ে তার ভাই দর্শনা কেরু এন্ড কোম্পানী শ্রমিক সংগঠনের সভাপতি তৈয়ব আলী জানান, র‌্যাব পরিচয় দিয়ে তার ভাইকে, কে বা করা তুলে নিয়ে গেছে। আমরা বুধবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। এ বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে সহায়তা চান। তবে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহম্মেদ সাংবাদিকদের জানান, নফর নামে তারা কাউকে আটক করেনি। অন্যকোন বাহিনী আটক করতে পারে। তিনি আরও জানান, র‌্যাব ২/৩ দিন আগে চুয়াডাঙ্গার তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিপুল পরিমান মাদকসহ যুবলীগ নেতা আটকের গুজব

আপলোড টাইম : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬

efer
নিজস্ব প্রতিবেদক/দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে সাবেক পৌর কাউন্সিলর যুবলীগ নেতা নফর আলীকে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ আটকের গুজব ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নফরের পরিবার তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নফরকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার স্বীকারোক্তিতে উজলপুর নিলমারী সড়ক থেকে ১২’শ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের গুজব ছড়িয়ে পড়ে। বগা নামে তার এক সহযোগীও নফরের সাথে আটক হয় এমন কথাও প্রচার হয়েছে। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬, ডিবি ও পুলিশের কোন সুত্র নফর আলীকে আটকের কথা স্বীকার করেনি। নফর আলী দর্শনা পৌরসভার দক্ষিন চাঁদপুর গ্রামের মৃত পুটে মল্লিকের ছেলে। মাদক স¤্রাজ্যের চাঁই হিসেবে পরিচিত নফর আলী হল্টচাঁদপুর মাদকের ঘাটটি পরিচালনা করেন। মাদকের পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার গুরুতর অভিযোগ রয়েছে। দলীয় সাইনবোর্ড ব্যবহার করে নির্বিঘেœ তিনি রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছেন বলে দীর্ঘদিনের অভিযোগ। তার রয়েছে প্রশিক্ষিত কয়েক’শ কর্মীবাহিনী। যারা গোটা দক্ষিনাঞ্চল নিয়ন্ত্রন করছে। দর্শনার অনেক রতি মহারতি মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। প্রতিদিন এই সিন্ডিকেটের কোটি কোটি টাকার ফেনসিডিল ও ইয়াবা ঢুকছে চুয়াডাঙ্গার খাড়াগোদা, সরোজগঞ্জসহ বিভিন্ন রুট দিয়ে। চাকলাপাড়ার কুখ্যাত মাদক স¤্রাট রবি আটক হওয়ার পর নফরের নাম ফাঁস হয়ে পড়ে এমন কথাও শোনা যাচ্ছে। নফর আলীর আটক নিয়ে তার ভাই দর্শনা কেরু এন্ড কোম্পানী শ্রমিক সংগঠনের সভাপতি তৈয়ব আলী জানান, র‌্যাব পরিচয় দিয়ে তার ভাইকে, কে বা করা তুলে নিয়ে গেছে। আমরা বুধবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। এ বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে সহায়তা চান। তবে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহম্মেদ সাংবাদিকদের জানান, নফর নামে তারা কাউকে আটক করেনি। অন্যকোন বাহিনী আটক করতে পারে। তিনি আরও জানান, র‌্যাব ২/৩ দিন আগে চুয়াডাঙ্গার তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিলো।