দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার চান্দু মিয়া ও হারুন রশিদের বাড়ির সামনে রাস্তায় হাটু কাঁদায় পরিনত
- আপলোড টাইম : ০২:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
- / ৪২৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার চান্দু মিয়া ও হারুন রশিদের বাড়ির সামনে রাস্তায় হাটু পানি ও কাঁদা জমে থাকায় জনগনের চলাচল চরমভাবে বিঘিœত হচ্ছে। এ রাস্তায় চলাচল করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। হারুন রশিদ বলেন দীর্ঘ প্রায় ১০ বছরেরও বেশী সময় ধরে মৃত আয়ুব ডাক্তারের বাড়ি পিছন থেকে বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ি পর্যন্ত যাতায়াতের রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। জলবদ্ধতা থাকার কারণে হাটু কাঁদায় পরিনত হয়ে গেছে। ফলে এ রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ রাস্তায় চলাচল সর্ম্পূণভাবে অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে বর্ষার পানি জমে অন্যদিকে মৃত চান্দু মিয়ার ছেলে জাকির হোসেনের বাড়ির ব্যবহৃত সমস্ত পানি এ রাস্তায় এসে জমে থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দাবী জানিয়ে বলেন দর্শনার সুযোগ্য মেয়র মতিয়ার রহমান ও ৫ নং ওর্য়াড কাউন্সিলর নজরুল ইসলাম যদি এ রাস্তাটি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন তাহলে এ এলাকার মানুষ চরম দুর্ভোগ থেকে রেহাই পাবে।