ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুর শ্যামপুরে চাঞ্চল্যকর প্রবাসী মিলন হত্যা ডিএনএ টেষ্টের জন্য কবর থেকে লাশ উত্তোলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • / ৮৬১ বার পড়া হয়েছে

pic-003

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে স্ত্রীর পরকিয়ার জেরে  চাঞ্চল্যকর প্রবাসী হাসানুজ্জামান মিলন হত্যার ডিএনএ টেষ্টের জন্য কবর থেকে নিহতের লাশ থেকে দাত ও হাড় সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে শ্যামপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের উপস্থিতিতে নিহতের কবর খুড়ে নিহতের লাশ তুলে দাঁত ও হাড় সংগ্রহ করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ও সিআইডির ওসি হাসান ইমাম উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার আরো তদন্তের প্রয়োজনে নিহতের ডিএনএ টেষ্ট প্রয়োজন বলে জানান তদন্তকারী কর্মকর্তা। প্রসঙ্গত: চলতি বছরের গত ২৪ এপ্রিল’১৬  সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কাতার প্রবাসী হাসানুজ্জামান মিলন ঘটনার তিন মাসে আগে কাতার থেকে বাড়ি আসে। ঘটনার দিন সন্ধ্যায় গাংনী শহরের বন বিভাগ পাড়ায় তার নিজ বাড়িতে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। পরদিন সকালে পার্শবর্তি মেহেরপুর-গাংনী সড়কের ঝিনের পুল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিন বিকেলে  নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী মানছুরা খাতুনের সঙ্গে মোজাম্মেল হোসেন নামের এক যুবকের পরকিয়া সম্পর্কে জেরে মিলনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে মর্মে নিহতের স্ত্রীসহ ৪ জনের নামে গাংনী থানায় মামলা করেন। যার মামলা নং-২৬-২৫/০৪/২০১৬। পরবর্তিতে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে দেওয়া হয়। কিছুদিনপর আসামী মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পন করলে পুলিশ ৭ দিনের রিমানন্ডে নেই। রিমান্ডে সে এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে স্বীকার করেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর শ্যামপুরে চাঞ্চল্যকর প্রবাসী মিলন হত্যা ডিএনএ টেষ্টের জন্য কবর থেকে লাশ উত্তোলন

আপলোড টাইম : ০৮:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬

pic-003

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে স্ত্রীর পরকিয়ার জেরে  চাঞ্চল্যকর প্রবাসী হাসানুজ্জামান মিলন হত্যার ডিএনএ টেষ্টের জন্য কবর থেকে নিহতের লাশ থেকে দাত ও হাড় সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে শ্যামপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের উপস্থিতিতে নিহতের কবর খুড়ে নিহতের লাশ তুলে দাঁত ও হাড় সংগ্রহ করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ও সিআইডির ওসি হাসান ইমাম উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার আরো তদন্তের প্রয়োজনে নিহতের ডিএনএ টেষ্ট প্রয়োজন বলে জানান তদন্তকারী কর্মকর্তা। প্রসঙ্গত: চলতি বছরের গত ২৪ এপ্রিল’১৬  সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কাতার প্রবাসী হাসানুজ্জামান মিলন ঘটনার তিন মাসে আগে কাতার থেকে বাড়ি আসে। ঘটনার দিন সন্ধ্যায় গাংনী শহরের বন বিভাগ পাড়ায় তার নিজ বাড়িতে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। পরদিন সকালে পার্শবর্তি মেহেরপুর-গাংনী সড়কের ঝিনের পুল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিন বিকেলে  নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী মানছুরা খাতুনের সঙ্গে মোজাম্মেল হোসেন নামের এক যুবকের পরকিয়া সম্পর্কে জেরে মিলনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে মর্মে নিহতের স্ত্রীসহ ৪ জনের নামে গাংনী থানায় মামলা করেন। যার মামলা নং-২৬-২৫/০৪/২০১৬। পরবর্তিতে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে দেওয়া হয়। কিছুদিনপর আসামী মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পন করলে পুলিশ ৭ দিনের রিমানন্ডে নেই। রিমান্ডে সে এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে স্বীকার করেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।