আলমডাঙ্গা পৌরসভাধীন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- আপলোড টাইম : ০৮:১৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
- / ৩৯৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভাধীন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর হাফিজুর রহমান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, জহুরুল ইসলাম স্বপন, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান ফারুক, ফারুক হোসেন, আব্দুল গাফ্ফার, মহিলা কাউন্সিলর সামসাদ রানু, কল্পনা খাতুন, নূরজাহান বেগম, পৌর সচিব শফিকুল আলম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র রায়, স্বর্ণব্যবসায়ী সমিতির সভাপতি দিলিপ কুমার চৌধুরী, রথতলা শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি অশক কুমার সাহা, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, বাবুপাাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাস, কলেজপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি সমেন্দ্র সাহা নন্দ, ষ্টেশনপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি সুবেন্দ্র সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান বেদ ও জয় বিশ্বাস, ক্যানেলপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি দেবদাস দে, সাধরণ সম্পাদক রিপন কুমার বিশ্বাস, আনন্দধাম দাসপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি সমির দাস, সাধারণ সম্পাদক বিপ্লব দাস, গোবিন্দপুর হরিতলা শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি সুনিল সাধুখা, সাধারণ সম্পাদক বিজয় কুমার সিহি, গোবিন্দপুর দাসপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক রাজকুমার, পুরাতন বাসষ্ট্যান্ড শ্রী শ্রী কালিমন্দির কমিটির সভাপতি সুধাংশু কুমার ব্যানার্জী, সাধারণ সম্পাদক গৌতুম কুমার পাল, কালিদাসপুর পূজা মন্দির কমিটির সভাপতি সুশীল ভৌতিকা, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ দত্তসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।