স্মার্টকার্ড যুগে বাংলাদেশ
- আপলোড টাইম : ১০:৪১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০১৬
- / ৩৯১ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: স্মার্টকার্ড যুগে প্রবেশ করলো বাংলাদেশ। নাগরিকদের উন্নতমানের পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতকাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থেকে মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তা দেশের সব নাগরিকের হাতে তুলে দেয়া হবে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ডে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, যত ধরনের নতুন প্রযুক্তি রয়েছে, গ্রহণ করা হবে। তবে, তার ফায়ারওয়াল থাকতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় এই স্মার্টকার্ড নকল করা সহজ হবে না বলে আশাবাদ ব্যক্ত করে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট স্মার্টকার্ড প্রদানকারী কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ এই স্মার্ট পরিচয়পত্র প্রেসিডেন্টকে পৌঁছে দেবেন। এরপরই প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসন নিয়ে ১০ আঙ্গুলের ছাপ দেন এবং স্মার্টকার্ড সংগ্রহে চোখের স্ক্যানিং করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, এই উন্নত কার্ডই সব রকম সেবা দেবে। ঘরে বসেই এখন অনেক কিছু করা সম্ভব হবে। যার সহায়ক হবে এই স্মার্টকার্ড। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, আমাদের আরেকটি নির্বাচনী অঙ্গীকার পূরণের মাধ্যমে এই কার্ড প্রদানের ফলে আবারো তা প্রমাণিত হলো। আমরা সবাইকে এই কার্ড দিতে পারছি। এটি জাতি হিসেবে আমাদের আরো উন্নত করবে।