গাংনীতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান বর ও তার দুই সহযোগিসহ তিন জনের কারাদণ্ড
- আপলোড টাইম : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০১৬
- / ৩৪৯ বার পড়া হয়েছে
গাংনী অফিস: দুজন পাশাপাশি বসে থেকে একে অপরের দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসি। এদিকে ধীকে ধীকে চলেছে গাড়ি। ভিতরে বিয়ের গান শুনছে বর ও কনেসহ যাত্রীরা। বর কনে ভাবছে কিভাবে বাসর ঘরে দুজন দুজনে ভালোবাসার গল্প করে রাত কাটাবে। আরো কত স্বপ্ন ও কল্পনা দেখছে তারা। কিন্তু হঠাৎ সব কল্পনা ও স্বপ্ন ভেঙ্গে গেলো। স্বপ্ন ও কল্পনায় বাধ সাধলেন বেরসিক পুলিশ। তাই দুজনের বাসর ঘরের বদলে যেতে হলো কারাগারে। মেহেরপুরের গাংনীতে বাল্য বিবাহ করার ও দেওয়ার অপরাধে বর ও তার দুই সহযোগিসহ ৩ জনের ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে বর হাসিবুল ইসলাম (২২), তার সহযোগি একই গ্রামের আব্দুর রশীদের ছেলে তরিকুল ইসলাম ও বর হাসিবুলের চাচাতো ভাই রবিউল ইসলামের ছেলে শাওন। গতকাল রোবাবর হাসিবুলের সাথে একই উপজেলার শহরাতলা গ্রামের নায়েব আলীর মেয়ে তানিয়া সুলতানার সাথে বিয়ে হয়। গোপনে বিয়ে করে বর যাত্রীসহ বাড়ি ফেরার পথে তেতুলবাড়িয়ার মধ্যে পুলিশের হাতে আটক হয় তারা। রোববার রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে তাদেরকে এ কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা চত্বরেই বসে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহম্মেদ।