ইপেপার । আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে টিকিট এখন কালোবাজারীদের দখলে! অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা দিলে টিকিট মেলে তাৎক্ষণিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০১৬
  • / ৪২৭ বার পড়া হয়েছে

IMG_20161002_100104

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল স্টেশনের টিকিট যাত্রী সাধারন টাকা দিয়েও পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যাত্রী সাধারন বলছে টিকিটের যে মূল্য তা দিয়ে টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। টিকিট প্রতি ৩০/৪০ টাকা বেশি দিলে তাৎক্ষনিক টিকিট হাতে ধরিয়ে দেয়। স্টেশন এখন টিকিট কালোবাজারিদের দখলে। জানা যায়, আলমডাঙ্গা রেল স্টেশন থেকে যারা ঢাকা, রাজশাহি, খুলনাসহ দুর পাল্লার যাত্রী তারা টিকিট কাটতে আসলে স্টেশন কর্তাদের প্রথম কথা টিকিট শেষ হয়ে গেছে। তাহলে কি করা যায়, এত দুর জার্নি করতে হলে সিট ছাড়া ট্রেনে উঠলে বিড়ম্বনার স্বীকার হতে হয়, তারপর যদি রোগী থাকে তাহলে তাদের করুন অবস্থার সৃষ্টি হয়। সেক্ষেত্রে যাত্রী সাধারন কোন বিতর্কে না যেয়ে স্টেশন কর্তাদের ম্যানেজ করে টিকেট প্রতি ৩০ থেকে ৪০ টাকা অতিরিক্ত দিয়ে টিকেট কেটে নেয়। এদের কাছে মানবতা বলতে কিছু নেই। আছে টাকার লোভ, অবশ্য টাকার দরকার সকলেরই, তাই বলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় কি অপরাধ নয়? আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিন্ন জায়গায় অনিয়ম দেখলে ভ্রাম্যমান আদালত বসিয়ে টাকা জরিমানা অথবা ৩ থেকে ১ বছরের জেল দিয়ে থাকেন। সে ক্ষেত্রে যাত্রীদের দাবি টিকিট কালোবাজারি করা যদি অপরাধ হয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। সেটা ইউএনও আলমডাঙ্গাও করতে পারেন না হলে রেল কতৃপক্ষ তদন্ত করে এই সব দুর্নীতিবাজ রেলকর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসি দাবি জানিয়েছে। রেল স্টেশনের স্টেশনমাষ্টার, সহকারি স্টেশনমাষ্টার কেউ রেল স্টেশনের কি অবস্থা তা কেউ ফিরেও দেখে না। গতকাল স্টেশনে গিয়ে দেখাগেল- স্টেশনের সিড়ি দিয়ে ওঠার ডান দিকে স্টেশনের গায়ে কলাগাছ জন্মেছে, অথচ সেদিকে কারও খেয়াল/নজর নেই। তারা শুধু টাকার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ দেখবেন কি?

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে টিকিট এখন কালোবাজারীদের দখলে! অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা দিলে টিকিট মেলে তাৎক্ষণিক

আপলোড টাইম : ১০:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০১৬

IMG_20161002_100104

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল স্টেশনের টিকিট যাত্রী সাধারন টাকা দিয়েও পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যাত্রী সাধারন বলছে টিকিটের যে মূল্য তা দিয়ে টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। টিকিট প্রতি ৩০/৪০ টাকা বেশি দিলে তাৎক্ষনিক টিকিট হাতে ধরিয়ে দেয়। স্টেশন এখন টিকিট কালোবাজারিদের দখলে। জানা যায়, আলমডাঙ্গা রেল স্টেশন থেকে যারা ঢাকা, রাজশাহি, খুলনাসহ দুর পাল্লার যাত্রী তারা টিকিট কাটতে আসলে স্টেশন কর্তাদের প্রথম কথা টিকিট শেষ হয়ে গেছে। তাহলে কি করা যায়, এত দুর জার্নি করতে হলে সিট ছাড়া ট্রেনে উঠলে বিড়ম্বনার স্বীকার হতে হয়, তারপর যদি রোগী থাকে তাহলে তাদের করুন অবস্থার সৃষ্টি হয়। সেক্ষেত্রে যাত্রী সাধারন কোন বিতর্কে না যেয়ে স্টেশন কর্তাদের ম্যানেজ করে টিকেট প্রতি ৩০ থেকে ৪০ টাকা অতিরিক্ত দিয়ে টিকেট কেটে নেয়। এদের কাছে মানবতা বলতে কিছু নেই। আছে টাকার লোভ, অবশ্য টাকার দরকার সকলেরই, তাই বলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় কি অপরাধ নয়? আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভিন্ন জায়গায় অনিয়ম দেখলে ভ্রাম্যমান আদালত বসিয়ে টাকা জরিমানা অথবা ৩ থেকে ১ বছরের জেল দিয়ে থাকেন। সে ক্ষেত্রে যাত্রীদের দাবি টিকিট কালোবাজারি করা যদি অপরাধ হয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। সেটা ইউএনও আলমডাঙ্গাও করতে পারেন না হলে রেল কতৃপক্ষ তদন্ত করে এই সব দুর্নীতিবাজ রেলকর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসি দাবি জানিয়েছে। রেল স্টেশনের স্টেশনমাষ্টার, সহকারি স্টেশনমাষ্টার কেউ রেল স্টেশনের কি অবস্থা তা কেউ ফিরেও দেখে না। গতকাল স্টেশনে গিয়ে দেখাগেল- স্টেশনের সিড়ি দিয়ে ওঠার ডান দিকে স্টেশনের গায়ে কলাগাছ জন্মেছে, অথচ সেদিকে কারও খেয়াল/নজর নেই। তারা শুধু টাকার পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ দেখবেন কি?