ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নব-নির্মিত সুইমিংপুলে জোরপূর্বক গোসলে বাধা প্রহরীকে বেধড়ক পিটুনি : ভাড়ি ঘর ভাঙচুর তড়িৎ পুলিশী অভিযানে সব অভিযুক্ত আটক : নেয়া হবে আইনি ব্যবস্থা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

 

Exif_JPEG_420
] Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় নব-নির্মিত সুইমিংপুলে কিছু উশৃঙ্খল যুবক গতকাল সন্ধ্যায় জোরপূর্বক গোসল করতে গেলে সেখানে দায়িত্বরত পাহারাদারেরা গোসলে বাধা দেয়ায় তাদের মারধরসহ বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়ামের পাশে অবস্থিত সুইমিংপুলে ফার্মপাড়ার আরমান, হৃদয়, আকাশ, রানা ও হকপাড়ার সুমন গতকাল সন্ধ্যায় নেশাগ্রস্থ অবস্থায় নব-নির্মিত সুইমিংপুলে গোসল করতে যায়। এসময় প্রহরার দায়িত্বে থাকা একই পাড়ার হাসান, অনিক ও তালা তাদের বলে এখানে গোসল করা যাবে না, ইউএনও স্যাারের নিষেধ আছে। প্রহরীদের বাধায় উশৃঙ্খল যুবকেরা জোরপূর্বক গোসলে ব্যর্থ দেখে নেয়ার হুমকী দিয়ে সুইমিংপুল এলাকা ত্যাগ করে। পরে রাত ১০টার দিকে ওই উশৃঙ্খল যুবকেরাই প্রহরী হাসান, অনিক ও তালাকে বেধড়ক পিটিয়ে তাদের বাড়ী ভাংচুর করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার পাহারাদার হাসান, অনিক ও তালাকে দেখতে যান এবং তাদের মুখে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই ওহিদ এবং সদর থানার এসআই শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ফার্মপাড়াসহ আশপাশ অঞ্চলে সাড়াশী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে সদর থানা হাজতে আটক রেখেছে। আজ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নব-নির্মিত সুইমিংপুলে জোরপূর্বক গোসলে বাধা প্রহরীকে বেধড়ক পিটুনি : ভাড়ি ঘর ভাঙচুর তড়িৎ পুলিশী অভিযানে সব অভিযুক্ত আটক : নেয়া হবে আইনি ব্যবস্থা

আপলোড টাইম : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬

 

Exif_JPEG_420
] Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় নব-নির্মিত সুইমিংপুলে কিছু উশৃঙ্খল যুবক গতকাল সন্ধ্যায় জোরপূর্বক গোসল করতে গেলে সেখানে দায়িত্বরত পাহারাদারেরা গোসলে বাধা দেয়ায় তাদের মারধরসহ বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়ামের পাশে অবস্থিত সুইমিংপুলে ফার্মপাড়ার আরমান, হৃদয়, আকাশ, রানা ও হকপাড়ার সুমন গতকাল সন্ধ্যায় নেশাগ্রস্থ অবস্থায় নব-নির্মিত সুইমিংপুলে গোসল করতে যায়। এসময় প্রহরার দায়িত্বে থাকা একই পাড়ার হাসান, অনিক ও তালা তাদের বলে এখানে গোসল করা যাবে না, ইউএনও স্যাারের নিষেধ আছে। প্রহরীদের বাধায় উশৃঙ্খল যুবকেরা জোরপূর্বক গোসলে ব্যর্থ দেখে নেয়ার হুমকী দিয়ে সুইমিংপুল এলাকা ত্যাগ করে। পরে রাত ১০টার দিকে ওই উশৃঙ্খল যুবকেরাই প্রহরী হাসান, অনিক ও তালাকে বেধড়ক পিটিয়ে তাদের বাড়ী ভাংচুর করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার পাহারাদার হাসান, অনিক ও তালাকে দেখতে যান এবং তাদের মুখে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই ওহিদ এবং সদর থানার এসআই শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ফার্মপাড়াসহ আশপাশ অঞ্চলে সাড়াশী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে সদর থানা হাজতে আটক রেখেছে। আজ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা গেছে।