দামুড়হুদায় মাছ ধরাকে কেন্দ্র করে ছেলেকে না পেয়ে মাকে কুপিয়ে জখম
- আপলোড টাইম : ১২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০১৬
- / ৩৬৮ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা চারুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ছেলেকে না পেয়ে মা কোমেজান খাতুন (৪০) কে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাসুরের ছেলে শহিদ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত কোমেজান চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের চারুলিয়া গ্রামের বিলপাড়ার আব্বাস খাঁর স্ত্রী। জানা গেছে, কোমেজানের ভাসুরের ছেলে শহিদের সাথে কোমেজানের ছেলে রাহুল পাশ্ববর্তী একটি বিলে মাছ ধরতে গেলে শহিদ রাহুলকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। পরে রাহুলকে না পেয়ে রাহুলের মা কোমেজান খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় শহিদ। পরে কোমেজান খাতুন মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক কোমেজান খাতুনের মাথায় ২০টি ও হাতে ৫টি সেলাই দেয়। শহিদ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের বিলপাড়ার মাবদের ছেলে। এ রির্পোট লেখার সময় কোমেজানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।