চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু
- আপলোড টাইম : ১২:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
- / ৫৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিশু একাডেমী এ কর্মসুচীর আয়োজন করে। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টার দিকে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলা প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “বর্তমান সরকার শিশুদের স্কুলমুখি করবার জন্য স্কুলের বেতন, বই, মিডডে মিল ও উপবৃত্তি প্রদানসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।