ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় উৎসব মুখোর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হতে যাচ্ছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • / ৫১৩ বার পড়া হয়েছে

SAM_3156

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় উৎসব মুখোর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দূর্গা উৎসব পালিত হতে যাচ্ছে। “অশ্বারোহী মাগো, তিমির নিশীতে আপন আলোয় জাগো” কবির এই শ্লোগানকে ধারণ করে দামুড়হুদা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ ও দর্শনা পুরাতন বাজার পুজা মন্ডপের সাধারণ সম্পাদক অনন্ত কুমার সান্তারা মঙ্গল জানায়, এ বছর দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মন্ডপে মন্ডপে দূর্গা পূজা নির্মাণের কাজ প্রায় শেষে চলছে রং তুলির কাজ। প্রতিমা কারিগরেরা তাদের নিপুণহাতে প্রতিমায় রং এর শেষ আচরে ব্যাস্ত সময় পার করছেন। এদিকে দর্শনা পৌরসভায় ৫টি, দামুড়হুদা সদর ইউনিয়নে ২টি মন্ডপসহ ,কার্পাসডাঙ্গায় ১টি,জগন্ন্াথপুর ১টি, পারকৃষ্ণপুর ১টি,কুড়–লগাছী ১টি, ডুগডুগি ১টি, ছোট দুধপাতিলায় ১টি, কালিয়া বকরি ১টি, গোবিন্দহুদায় ১টি, চিৎলা গ্রামে ১টি, বিষ্ণপুর গ্রামে ১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ শেষ হলেও এখনো চলছে রং তুলির কাজ। পূজা উদযাপন উপলক্ষে প্রশাসন নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। আসছে ৭অক্টোবর থেকে শুরু হয়ে ১১অক্টোবর দশমীর মধ্যে দিয়ে এ শারদীয় দূর্গা উৎসব শেষ হবে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় উৎসব মুখোর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালিত হতে যাচ্ছে

আপলোড টাইম : ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

SAM_3156

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় উৎসব মুখোর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শারদীয় দূর্গা উৎসব পালিত হতে যাচ্ছে। “অশ্বারোহী মাগো, তিমির নিশীতে আপন আলোয় জাগো” কবির এই শ্লোগানকে ধারণ করে দামুড়হুদা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ ও দর্শনা পুরাতন বাজার পুজা মন্ডপের সাধারণ সম্পাদক অনন্ত কুমার সান্তারা মঙ্গল জানায়, এ বছর দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মন্ডপে মন্ডপে দূর্গা পূজা নির্মাণের কাজ প্রায় শেষে চলছে রং তুলির কাজ। প্রতিমা কারিগরেরা তাদের নিপুণহাতে প্রতিমায় রং এর শেষ আচরে ব্যাস্ত সময় পার করছেন। এদিকে দর্শনা পৌরসভায় ৫টি, দামুড়হুদা সদর ইউনিয়নে ২টি মন্ডপসহ ,কার্পাসডাঙ্গায় ১টি,জগন্ন্াথপুর ১টি, পারকৃষ্ণপুর ১টি,কুড়–লগাছী ১টি, ডুগডুগি ১টি, ছোট দুধপাতিলায় ১টি, কালিয়া বকরি ১টি, গোবিন্দহুদায় ১টি, চিৎলা গ্রামে ১টি, বিষ্ণপুর গ্রামে ১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ শেষ হলেও এখনো চলছে রং তুলির কাজ। পূজা উদযাপন উপলক্ষে প্রশাসন নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। আসছে ৭অক্টোবর থেকে শুরু হয়ে ১১অক্টোবর দশমীর মধ্যে দিয়ে এ শারদীয় দূর্গা উৎসব শেষ হবে বলে জানা গেছে।