ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানুষকে মানুষ হিসাবে বাস্তবায়নে সাহায্য করায় পিকেএসএফ’র কাজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • / ৩২৪ বার পড়া হয়েছে

জীবননগরে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধনে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগরে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও আরআরএফ’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষকে কেন্দ্র করে সমৃদ্ধি কোন কাজ বাংলাদেশে হয়নি পৃথিবীর কোন দেশে কোন দিন হয়নি দরিদ্র দেশে একমাত্র দক্ষিন কোরিয়া আর একটা আফ্রিকা চেষ্টা করেছিল সেটি সম্ভব হয়নি। আমাদের দায়িত্ব যতটুকু আমরা ততটুকু পালন করবো সেখানে আমরা দেখছি সমন্বয় করা সম্ভব এবং সবাইকে সম্পৃক্ত করা সম্ভব; যারা সেবা দেন তাদের সবাইকে সরকারী বেসরকারী সব আর যারা সেবা গ্রহন করেন তাদের মধ্যে একটি সমন্বয় করা সম্ভব। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এটি সম্বন্ধে অনেকে জানেনা এটি সরকারী ফাউন্ডেশন। একটি গভর্নিং বোর্ডের মাধ্যমে এতে সরকারী বেসরকারী সমস্ত কিছু মিলে কাজ করতে হয়। মানুষকে মানুষ হিসাবে বাস্তবায়ন করতে সাহায্য করায় এই প্রতিষ্ঠানের কাজ। সব মানুষের অধিকার সমান প্রতিটি মানুষ তার নিজ নিজ দায়িত্বে কাজ করলে অবশ্যই তার ভাগ্য পরিবর্তন ঘটবে। সমৃদ্ধি কর্মসূচির উদ্দেশ্য দরিদ্র পরিবারগুলোকে ক্শমতায়িত করা টেকসই ভিত্তিতে তাদের দারিদ্র দুরীকরণের লক্ষ্যে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলা, স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিতে দরিদ্রদের অভিগম্যতা নিশ্চিত করা। স্কুলগামী শিক্ষার্থীদের সহায়ক শিক্ষা দেয়াসহ ভিক্ষুক পূর্নবাসন, যুব উন্নয়ন কার্যক্রম, প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করা তা ছাড়াও প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ সকল প্রকার সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করলে এ সমস্ত কাজ সহজ হবে। সমাজের কোন ব্যক্তি এ সেবা থেকে যেন বঞ্চিত না হয়, সে দিকে সংশ্লিষ্ঠদের নজর রাখতে হবে। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নের অভিজ্ঞতা আলোচনা করে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, উন্নয়নে দৃষ্টিভঙ্গীর আলোকে লক্ষ্যভুক্ত জনগোষ্টির মানব মর্যাদা নিশ্চিত করতে ২০১১ সালে দেশের ২১টি ইউনিয়নে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি-সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়। সে সময় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগর উপজেলাধীন সীমান্ত ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নের কাজ শুরু হয়ে পরবর্তীতে বাঁকা ইউনিয়নে সম্প্রসারিত হয়। দেশের বেশ কিছু সংগঠনের সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচির অসাধারন সাফল্য এখন প্রতীয়মান। এ বছর নতুনভাবে উপজেলাভিত্তিক সকল ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ হিসেবে দেশের ৩টি উপজেলার মধ্যে জীবননগর উপজেলার ৮ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সংগঠনের উদ্যোগে উপজেলাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন এপ্রোচ-এর আলোকে ওয়েভ ফাউন্ডেশন ৫ এবং বে-সরকারী সংস্থা আরআরএফ ৩ইউনিয়নে বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, পিকেএসএফ চেয়ারম্যানের সহধর্মিনী অধ্যাপক জাহেদা আহমেদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডা. হেলনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। উদ্বোধন শেষে অতিথিগণ উপজেলা ৮ ইউপি চেয়ারম্যানের হাতে সম্মনা সরুপ ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানুষকে মানুষ হিসাবে বাস্তবায়নে সাহায্য করায় পিকেএসএফ’র কাজ

আপলোড টাইম : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮

জীবননগরে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধনে পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগরে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও আরআরএফ’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলাভিত্তিক সমৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষকে কেন্দ্র করে সমৃদ্ধি কোন কাজ বাংলাদেশে হয়নি পৃথিবীর কোন দেশে কোন দিন হয়নি দরিদ্র দেশে একমাত্র দক্ষিন কোরিয়া আর একটা আফ্রিকা চেষ্টা করেছিল সেটি সম্ভব হয়নি। আমাদের দায়িত্ব যতটুকু আমরা ততটুকু পালন করবো সেখানে আমরা দেখছি সমন্বয় করা সম্ভব এবং সবাইকে সম্পৃক্ত করা সম্ভব; যারা সেবা দেন তাদের সবাইকে সরকারী বেসরকারী সব আর যারা সেবা গ্রহন করেন তাদের মধ্যে একটি সমন্বয় করা সম্ভব। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এটি সম্বন্ধে অনেকে জানেনা এটি সরকারী ফাউন্ডেশন। একটি গভর্নিং বোর্ডের মাধ্যমে এতে সরকারী বেসরকারী সমস্ত কিছু মিলে কাজ করতে হয়। মানুষকে মানুষ হিসাবে বাস্তবায়ন করতে সাহায্য করায় এই প্রতিষ্ঠানের কাজ। সব মানুষের অধিকার সমান প্রতিটি মানুষ তার নিজ নিজ দায়িত্বে কাজ করলে অবশ্যই তার ভাগ্য পরিবর্তন ঘটবে। সমৃদ্ধি কর্মসূচির উদ্দেশ্য দরিদ্র পরিবারগুলোকে ক্শমতায়িত করা টেকসই ভিত্তিতে তাদের দারিদ্র দুরীকরণের লক্ষ্যে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলা, স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিতে দরিদ্রদের অভিগম্যতা নিশ্চিত করা। স্কুলগামী শিক্ষার্থীদের সহায়ক শিক্ষা দেয়াসহ ভিক্ষুক পূর্নবাসন, যুব উন্নয়ন কার্যক্রম, প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করা তা ছাড়াও প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ সকল প্রকার সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করলে এ সমস্ত কাজ সহজ হবে। সমাজের কোন ব্যক্তি এ সেবা থেকে যেন বঞ্চিত না হয়, সে দিকে সংশ্লিষ্ঠদের নজর রাখতে হবে। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নের অভিজ্ঞতা আলোচনা করে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, উন্নয়নে দৃষ্টিভঙ্গীর আলোকে লক্ষ্যভুক্ত জনগোষ্টির মানব মর্যাদা নিশ্চিত করতে ২০১১ সালে দেশের ২১টি ইউনিয়নে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি-সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়। সে সময় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগর উপজেলাধীন সীমান্ত ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নের কাজ শুরু হয়ে পরবর্তীতে বাঁকা ইউনিয়নে সম্প্রসারিত হয়। দেশের বেশ কিছু সংগঠনের সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচির অসাধারন সাফল্য এখন প্রতীয়মান। এ বছর নতুনভাবে উপজেলাভিত্তিক সকল ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ হিসেবে দেশের ৩টি উপজেলার মধ্যে জীবননগর উপজেলার ৮ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সংগঠনের উদ্যোগে উপজেলাভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন এপ্রোচ-এর আলোকে ওয়েভ ফাউন্ডেশন ৫ এবং বে-সরকারী সংস্থা আরআরএফ ৩ইউনিয়নে বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, পিকেএসএফ চেয়ারম্যানের সহধর্মিনী অধ্যাপক জাহেদা আহমেদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ডা. হেলনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। উদ্বোধন শেষে অতিথিগণ উপজেলা ৮ ইউপি চেয়ারম্যানের হাতে সম্মনা সরুপ ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।