‘সকলের সহোযোগিতায় বাঁচতে পারে একটি জীবন’ হতদরিদ্র শফিকুল ড্রাইভারের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন
- আপলোড টাইম : ০১:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৯৭ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের হতদরিদ্র শফিকুল ড্রাইভার গত ১১ জুলাই সড়ক দূর্ঘটনায় মারাক্তক আহত হয়। তার পা ভেঙ্গে গুড়িয়ে গেছে, হারিয়েছে স্বাভাবিক চলাচলের ক্ষমতা। মাথায় সজোরে আঘাত লাগার কারনে হারিয়ে ফেলেছে সৃতি শক্তি। তার জনম দুখিনি মা ছেলের এমন অবস্থায় আজ মানুষের কাছে সাহায্যের জন্য ছুটে বেড়াচ্ছেন। মা খুবই বৃদ্ধ নিজেই চলার ক্ষমতা নাই তবুও মা বলে কথা, তাই সন্তানের জন্য সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। জানা গেছে, গত ১১ জুলাই জীবননগর উপজেলার শিয়ালমারি বাজারের কাছে একটি মাইক্রোবাস ও মিশুকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের মৃত ছবেদ আলী ব্যাপারীর ছেলে মিশুক ড্রাইভার শফিকুল মারাক্তক ভাবে আহত হয়। সে ঢাকা পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। টাকার অভাবে বর্তমানে সে বাড়িতে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে। পাগল হয়ে যাওয়ায় তাকে বেধে রাখতে হচ্ছে। শফিকুলের দু’টি কন্যা সন্তান রয়েছে। তার এমন অবস্থায় হতদরিদ্র অসহায় পরিবারটি তার জীবন রক্ষার্থে সকলের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা শফিকুল ড্রাইভার, বাড়ি প্রতাবপুর মসজিদের সামনে, জীবননগর, চুয়াডাঙ্গা। যোগাযোগ এবং বিকাশ নাম্বার- ০১৯৩৬-১৮২০১৭ ।