চুয়াডাঙ্গা ট্রাক্টর মালিক সমিতি গঠন কণ্ঠভোটে আলম সভাপতি সেলিম সম্পাদক নির্বাচিত
- আপলোড টাইম : ০১:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে চুয়াডাঙ্গা ট্রাক্টর মালিক সমিতি গঠন করা হয়েছে। ট্রাক্টর মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান উন্নয়ন এবং নির্ধারিত মূল্যে জমি চাষের জন্য এই কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার সকালে এলাকার ট্রাক্টর মালিকদের উপস্থিতিতে প্রথমে কন্ঠ ভোটে ২০ সদস্য বিশিষ্ঠ এক উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পরে উক্ত উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে সামসুল আলম মেম্বারকে সভাপতি ও সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে ২৯ সদ্যবিশিষ্ঠ বার্ষিক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি পক্ষ থেকে এলাকার সকল ট্রাক্টর মালিকদের জন্য নির্ধারিত মূল্যে প্রতিবিঘা জমি চাষ করতে নির্দেশনা জারী করা হয়েছে। এ ক্ষেতে কালটিতে প্রতিবিঘা ১৭০ টাকা এবং রোটেভেটরে ২৭০ টাকায় জমি চাষ নির্ধারন করেছেন। কোনো চাষী যদি উক্ত মূল্যে কমে জমি চাষ করে তাহলে তার বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা দন্ড আদায় করবে। কমিটি গঠনের পূর্বে উপস্থিত ছিলেন মাহিন্দ্র ট্রাক্টরের চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া জেলার একমাত্র ডিলার ডিলিংস মটরস এর স্বত্ত্বাধিকারী এম এ মামুন, ট্রাফে ট্রাক্টরের চুয়াডাঙ্গা জোনের অফিসার আসিস কুমার, চুয়াডাঙ্গার বিশিষ্ঠ ট্রাক্টর মালিক জাবালুল বাসার সেলিম, আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন ( মিস্ত্রি)। আরো উপস্থিত ছিলেন অহেদ আলী, মানু মিয়া, আব্দুল মালেক, জিয়াউর রহমান, লিটন, রতন আলী,ইদ্রিস আলী, বাকের আলী, তোজাম্মেল হক।