অবশেষে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৬ অক্টোবর ৭ অক্টোবর বাছাই ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন
- আপলোড টাইম : ০১:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৯১৭ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মেহেরপুর পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করা হল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আগামী ৩১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য করে মেহেরপুর জেলা প্রশাসককে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন এবং মেহেরপুর জেলা প্রশাসনের একটি বিশ্বস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৬ অক্টোবর, ৭ অক্টোবর বাছায়, ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৫ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। মঙ্গলবার উপ-সচিব ফরহাদ আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠি ফ্যাক্স যোগে মেহেরপুর জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। মেহেরপুর পৌরসভা নির্বাচনের দিন ঘোষণার খবর পাওয়া মাত্র শহরের রাজনৈতিক মহল, সুধীমহল এবং নাগরিকদের মধ্যে নানান জল্পনা-কল্পনাসহ আনন্দ-উল্লাস শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি শিবিরে এখন আনন্দের বন্যা বইছে। এদিকে স্থানীয় আওয়ামী লীগের মেয়র পদে অবশেষে দলটির দলীয় প্রার্থী কে হবেন তা নিয়ে একাধিক নেতা এবং দলটির অঙ্গসংগঠনের অনেক নেতা মেয়রপদে প্রার্থী হবেন এমন পূর্বঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারনাও শুরু করে দিয়েছেন। অন্যদিকে বিএনপি এই নির্বাচনটিকে কৌশলের নির্বাচন হিসাবে মনে করছে। এমন তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা। উল্লেখ্য, মেহেরপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছে ২০১১ সালে। বর্তমান পৌর পরিষদের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। কিন্তু সীমানা জটিলতা নিয়ে পূর্বের মত এবারও উচ্চ আদালতে মামলা হওয়ায় নির্বাচন বন্ধ হয়ে যায়। ফলে, ১৫ সালে প্রথম দফা তফসিলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন এলেই সীমানা জটিলতা দেখিয়ে মামলার ঘটনায় ক্ষুব্ধ হন অনেকেই। নাগরিকরা এই ঘটনাকে নির্বাচন বন্ধের অপকৌশল হিসাবে নিন্দা করেন। অবশেষে মেহেরপুর পৌরসভার নির্বাচন নিয়ে উচ্চ আদালতে দায়েরকৃত মামলা সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এই নিয়ে টনক নড়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের। আদালতের আদেশ প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য একমাস আগে নির্বাচন কমিশন সচিবালয়কে পত্র দেন। তারই আলোকে অবশেষে মেহেরপুর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা হল। এদিকে তফসিল ঘোষণার খবর পেয়ে মেহেরপুরে নাগরিক কমিটি ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। আজ বুধবার বিকালে মেহেরপুর নাগরিক কমিটির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনকে সামসুজ্জোহা পার্কে নাগরিক সংবর্ধনা দেয়া হবে বলে জানা গেছে। নাগরিক কমিটির কয়েকজন নেতা জানান, নির্বাচন তফসীল ঘোষনার ব্যাপারে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন সক্রিয় ভুমিকা পালন করায় তাকে এ সংবর্ধনা দেয়া হবে। প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ জানুয়াীর পৌর নির্বাচনে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে কয়েকশ ভোটে পরাজিত করে মোতাচ্ছিম বিল্লাহ মতু মেয়র নির্বাচিত হন।