‘একঘরে করা হোক পাকিস্তানকে’
- আপলোড টাইম : ০১:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৩৬ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: পাকিস্তানকে একঘরে করার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। এদিকে সুষমার এই ভাষণের জন্য ভারতবাসী অপেক্ষা করুক, এমনটাই আহ্বান জানিয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার। সেই আহ্বানের প্রেক্ষিতে গোটা দেশের চোখ ছিল জাতিসংঘের দিকে। ভাষণে সুষমা বলেছেন, ‘গত দু’বছর ধরে আমরা বন্ধুত্বের বার্তা দিয়ে আসছি। আলোচনার জন্য কোন পূর্বশর্ত চাপানো হয়নি।’ জাতিসংঘের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরাসরি আক্রমণ করে সুষমা স্বরাজ বলেছেন, ‘বালুচিস্তানের মানুষের উপর কী ধরনের অত্যাচার চলছে, নওয়াজ শরিফ সে দিকে নজর দিন। নিজের কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘ভারত চেয়েছিল বন্ধুত্ব। কিন্তু পাকিস্তান ফেরত দিল উরি-পঠানকোট।’ জঙ্গিবাদের প্রমঙ্গে সুষমা বলেন, ‘সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু। জঙ্গিদের কে অস্ত্র দিচ্ছে? কে আশ্রয় দিচ্ছে? সন্ত্রাসবাদকে নির্মূল হতে দিতে চায় না কারা? যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তাদের একঘরে করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীর ভারতের ছিল, ভারতেরই থাকবে। কাশ্মীরকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন যারা দেখছে, তাদের স্বপ্ন কোন দিন বাস্তবায়িত হবে না।’