শিরোনাম:
আলমডাঙ্গার আলাউদ্দিন পাঠাগারের পক্ষ থেকে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার প্রদান
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৫৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পক্ষ থেকে গত শনিবার বিকেলে পাঠাগার চত্ত্বরে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগার থেকে নিয়মিত বই পড়ে শ্রেষ্ঠ হয়ে পুরস্কার পেয়েছে আতিকা, সুম্মা আক্তার, রতন, সোনালী, সোহাগী, ইভা, আইরিন, ইরফান, জীবন, মাহফুজা, জান্নাতুল, পাপিয়া, রায়হানা। এসব শিশুদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজী, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস ও ইউপি সদস্যগণ।
ট্যাগ :