দর্শনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত সীমান্তে হত্যা বন্ধসহ সুসম্পর্ক বজায় রাখতে ফলপ্রসু আলোচনা
- আপলোড টাইম : ১২:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৯৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ হত্যা, মাদকদ্রব্য পাচার, তারকাটার বেড়া না কাটাসহ বিজিবি-বিএসএফ যৌথ টহল জোরদার করা এবং সীমান্তেরর বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পথ খুঁজতে বিজিবি বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের মেইন পিলার ৭৬ এর নিকট দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণনগর সেক্টরের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান পিএসসি এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি শ্রী ভানওয়ার লাল মিনা। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ আমির মজিদ, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এএনএম নজরুল ইসলাম পিএসসি,৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ তাজুল ইসলাম জি+ দক্ষিন-পশ্চিম রিজিওন যশোর এর ষ্টাফ অফিসার মোসতাক আহমেদ, কুষ্টিয়া সেক্টরের অপারেশন পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মঈন, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দীন। এছাড়াও বৈঠকে সীমান্তের স্পর্শকাতর এলাকাসহ মাদকদ্রব্য পাচাররোধে সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল জোরদার করা এবং তারকাটার বেড়া কাটা সহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথাও আলোচনায় স্থান পায়। বিএসএফ কর্তপক্ষ বালেন ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসতে পারে এ জন্য ভারত সীমান্তরক্ষী কড়া নজরদারী রাখবে বিএসএফ আরো জানায় সীমান্ত হত্যা বন্ধ হবে যখন বাংলাদেশীরা অবৈধ্য প্রবেশ ও বিএসএফ জোয়ানদেরকে আক্রমণ বন্ধ করবে। এবং উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকা এবং অবৈধ ভাবে কোন বাংলাদেশী / ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়।