ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উথলীতে রেললাইনে উপরে ঘুমোতে গিয়ে বিপত্তি দ্বিখণ্ডিত হয়ে মাদকসেবীর কর“ন মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩২২ বার পড়া হয়েছে

wr

উথলী প্রতিনিধি: জীবননগরের উথলী রেলস্টেশনে রেললাইনে ঘুমন্ত অব¯’ায় ট্রেনে কেটে একজনের কর“ন মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে রেললাইনে ঘুমন্ত অব¯’ায় উথলী ফার্মপাড়ার ভেদু মন্ডলের ছেলে তাজমুল হোসেন (২০) রেললাইনের উপর ঘুম পড়লে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে কেটে দুই ভাগে দিখন্ডীত হয়ে মারা যায়। সকালে এলাকার সাধারন মানুষ রেললাইনের পাশে দিখন্ডীত লাশ দেখে হতবাক হয়ে পড়েন এবং লাশটি সনাক্ত করে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এদিকে এলাকাবাসী সুত্রে জানা গেছে নিহত তাজমুল হোসেন একজন মাদকসেবী ছিল। যেখানে নেশা করতো সেখানে ঘুমিয়ে থাকতো বলে অনেকে জানায়। নেশাগ্র¯’ অব¯’ায়  রেললাইনে  ঘুমিয়ে থাকার ফলেই তার মৃত্যু হতে পারে বলে এলাকার সাধারন মানুষ ধারণা করছে। উথলী রেলস্টেশন মাস্টার আয়নাল হকের  কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানি না এবং আমাকে কেউ বলেনি। আশ্চার্যের বিষয় হলো এলাকার জন সাধারন রেলস্টেশনের অদূরে কেটে কাটা লাশ অত্র এলাকায় হইচই পড়ে গেছে অথচ মাস্টার বিষয়টি জানেন না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলীতে রেললাইনে উপরে ঘুমোতে গিয়ে বিপত্তি দ্বিখণ্ডিত হয়ে মাদকসেবীর কর“ন মৃত্যু

আপলোড টাইম : ১২:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬

wr

উথলী প্রতিনিধি: জীবননগরের উথলী রেলস্টেশনে রেললাইনে ঘুমন্ত অব¯’ায় ট্রেনে কেটে একজনের কর“ন মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে রেললাইনে ঘুমন্ত অব¯’ায় উথলী ফার্মপাড়ার ভেদু মন্ডলের ছেলে তাজমুল হোসেন (২০) রেললাইনের উপর ঘুম পড়লে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে কেটে দুই ভাগে দিখন্ডীত হয়ে মারা যায়। সকালে এলাকার সাধারন মানুষ রেললাইনের পাশে দিখন্ডীত লাশ দেখে হতবাক হয়ে পড়েন এবং লাশটি সনাক্ত করে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এদিকে এলাকাবাসী সুত্রে জানা গেছে নিহত তাজমুল হোসেন একজন মাদকসেবী ছিল। যেখানে নেশা করতো সেখানে ঘুমিয়ে থাকতো বলে অনেকে জানায়। নেশাগ্র¯’ অব¯’ায়  রেললাইনে  ঘুমিয়ে থাকার ফলেই তার মৃত্যু হতে পারে বলে এলাকার সাধারন মানুষ ধারণা করছে। উথলী রেলস্টেশন মাস্টার আয়নাল হকের  কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানি না এবং আমাকে কেউ বলেনি। আশ্চার্যের বিষয় হলো এলাকার জন সাধারন রেলস্টেশনের অদূরে কেটে কাটা লাশ অত্র এলাকায় হইচই পড়ে গেছে অথচ মাস্টার বিষয়টি জানেন না।