চুয়াডাঙ্গায় “মিড ডে মিল”র শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস
- আপলোড টাইম : ১২:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
- / ৪০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পৌর সরকারী প্রথমিক বিদ্যালয়ে গতকাল “মিডডে মিল”এর শুভ উদ্বোধন হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পৌর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে গতকাল রবিবার দুপুর ১ টায় “মিডডে মিল” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান অতিথি তাঁর বক্ত ব্যে বলেন সভ্যতার ক্রমবিকাশের পিছনে ক্রিয়াশীল রয়েছে শিক্ষা আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি। এই বাস্তবতাকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত (বিশ্বমানের) প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে প্রাথমিক বিদ্যালয়ে “মিডডে মিল” চালু করার ঘোষণা দেন। তাঁর নির্দেশ মোতাবেক ইসলামপাড়ার পৌর সরকারী প্রাথমিক বিদ্যালেয়ের এসএমসির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নিজ উদ্যোগে অত্র বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৩১৬ জন শিক্ষার্থীকে “মিডডে মিল” এর আয়োজন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, চুয়াডাঙ্গা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, চুয়াডাঙ্গা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বাদশা, চুয়াডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, চুয়াডাঙ্গা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইসলাম পাড়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী।