চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে ফ্রেন্ডস হেয়ার এন্ড টেলিকমে অভিনব কায়দায় চুরি
- আপলোড টাইম : ১২:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ে গত শনিবার দিনগত রাতে দোকানের ছাদের টিন কেটে অভিনব কায়দায় প্রায় ৮০ হাজার টাকা চুরি হয়েছে। কোর্ট মোড়ের ফ্রেন্ডস হেয়ার এন্ড টেলিকমে এ চুরির ঘটনা ঘটে। দোকান ঘরের উপরের টিন কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের তালা ভেঙে নগত ৮০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায় বলে দোকানের মালিক আরিফ হোসেন সাংবাদিকদের জানান। চুয়াডাঙ্গা শহরের পুলিশ পাড়া হিসেবে খ্যাত এই কোর্ট মোড়ে সার্বক্ষনিক ডিউটিতে থাকা ২জন নৈশপ্রহরী এবং টহল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দুঃসাহসিক এই চুরির ঘটনা জনমনে প্রশ্ন জাগিয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ার আনসার ভিডিপি ক্লাব পাড়ার আমারুত মন্ডলের ছেলে আরিফ হোসেন এই দোকানের মালিক। আরিফ সাংবাদিকদের বলেন, দোকানে থাকা ৪টি দামী মোবাইল ফোন, নগদ ২০হাজার টাকার রিচার্জ কার্ড না নিয়ে ক্যাশে থাকা নগদ ৮০ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে চোরেরা। তিনি আরও বলেন, টিন কেটে ভিতরে ঢোকার পর চোরের শরীরের কোন অংশ টিনে কেটে যায় বলে আমরা ধারনা করছি। কারণ দোকান ও টিনের উপর প্রচুর রক্তের দাগ রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুপ কুমার ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দোকান মালিক থানায় কোন অভিযোগ করেননি বলে জানা গেছে।