মেহেরপুরে থানা পুলিশের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মত বিনিময়
- আপলোড টাইম : ১২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৯৭ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে মেহেরপুর সদর থানার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকালে সদর থানা মিলনায়তনে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারন সম্পাদক অভিজিৎ বসু, পিপি অ্যাড. পল্লব ভট্রাচার্য, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি কিশোর পাত্র, হরিপ্রদায়িনী হরিসভা মন্দির কমিটির সভাপতি ডা. অলোক কুমার দাস, নায়েব বাড়ী দূর্গা মন্দির কমিটির সভাপতি সুকদেব পাত্র, হালদার পাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি অনন্ত হালদার, হরিজন দূর্গা মন্দির কমিটির সভাপতি রতন কুমার, সদর উপজেলার চাঁদবিল দূর্গা মন্দির কমিটির সভাপতি মিলন, শ্রী রাধামাধব মন্দির কমিটির সভাপতি তমন কুমার সাহা, বাড়াদি বাজার দূর্গা মন্দির কমিটির সভাপতি প্রভাস দাস, পিরোজপুর দাসপাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি মিঠন দাস, গহরপুর দূর্গা মন্দির কমিটির সভাপতি সমির দাস, গোভীপুর দূর্গা মন্দির কমিটির সভাপতি শরৎ দাস প্রমুখ।