ইপেপার । আজ বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় শাটারিং খোলার সময় বিপত্তি ছাদ ভেঙে চাপা পড়ে রাজমিস্ত্রী মিলন নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • / ৪০৩ বার পড়া হয়েছে

IMG_20160924_151004 IMG_20160924_151046শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরে ফার্মপাড়ায় গেইটের শ্যাটারিং খুলতে গিয়ে ছাদ ধষে চাপা পড়ে  ঘটনাস্থলেই মারা গেছে মিলন হোসেন  (২৭) নামের এক রাজমিস্ত্রী। গতকাল বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় হাপুর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন  চুয়াডাঙ্গা শহরের দক্ষিন গোরস্থান পাড়ার মৃত: আব্দুল হকের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে হাফিজুর রহমান হাপুর বাড়ির মেইন গেইটের ছাদের শাটারিং খোলার সময় শাটারিংসহ ছাদ ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মিলন হোসেন। এ সময় মিলনের সহযোগী রাজমিস্ত্রী খোকন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা ভেঙে পড়া শাটারিংসহ ছাদের নিচে চাপা পড়া মিলনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই প্রতিবেদককে জানান, মিলনের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হলে সে মারা যায়। হাসপাতাল থেকে মিলনের মরদেহ তার নিজ  বাড়ি দক্ষিন গোরস্থানপাড়ায় নিয়ে গেলে এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়। নিহত মিলনের রাহুল নামের দশ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। গতকালই এশার নামাজের পর জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে নিহত রাজমিস্ত্রী মিলন হোসেনের দাফনকার্য সম্পন্ন হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় শাটারিং খোলার সময় বিপত্তি ছাদ ভেঙে চাপা পড়ে রাজমিস্ত্রী মিলন নিহত

আপলোড টাইম : ০১:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

IMG_20160924_151004 IMG_20160924_151046শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরে ফার্মপাড়ায় গেইটের শ্যাটারিং খুলতে গিয়ে ছাদ ধষে চাপা পড়ে  ঘটনাস্থলেই মারা গেছে মিলন হোসেন  (২৭) নামের এক রাজমিস্ত্রী। গতকাল বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় হাপুর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন  চুয়াডাঙ্গা শহরের দক্ষিন গোরস্থান পাড়ার মৃত: আব্দুল হকের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে হাফিজুর রহমান হাপুর বাড়ির মেইন গেইটের ছাদের শাটারিং খোলার সময় শাটারিংসহ ছাদ ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মিলন হোসেন। এ সময় মিলনের সহযোগী রাজমিস্ত্রী খোকন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা ভেঙে পড়া শাটারিংসহ ছাদের নিচে চাপা পড়া মিলনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই প্রতিবেদককে জানান, মিলনের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হলে সে মারা যায়। হাসপাতাল থেকে মিলনের মরদেহ তার নিজ  বাড়ি দক্ষিন গোরস্থানপাড়ায় নিয়ে গেলে এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়। নিহত মিলনের রাহুল নামের দশ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। গতকালই এশার নামাজের পর জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে নিহত রাজমিস্ত্রী মিলন হোসেনের দাফনকার্য সম্পন্ন হয়।