জীবননগর পল্লী বিদ্যুৎ বিভ্রাট থেকে নিরসনের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান
- আপলোড টাইম : ১২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৮৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে পল্লী বিদ্যুৎ বিভ্রাট থেকে নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে এলাকার সাধারন জনগনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলার সকল সাধারন জনগন মিলিত হয়ে পল্লী বিদ্যুৎ বিভ্রাট থেকে নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সম্পৃতি গত বৃহস্পতিবার বিকাল ৪টার সময় জীবননগর পৌর বাসীর আয়োজনে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের হাত থেকে রেহায় পেতে বাসষ্ট্যান্ড চত্ত্বরে স্কুল কলেজের ছাত্র, ব্যবসায়ী, চাকুরীজীবি, ও পৌর বাসী সকলে মিলে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। সেখানে যে কর্মসূচি ছিল তারই ধারবাহিকতায় গতকাল এ স্মারকলিপি দেওয়া হয় । স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কাওছার, মিঠুন মাহমুদ, রিমন, শান্ত, নয়ন ,খোকন বিশ্বাস, ইকরামুল হকসহ আরও অনেকে।