চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান বিপুল পরিমান অবৈধ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার
- আপলোড টাইম : ১২:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির আজ দুপুরের পর এক সংবাদ সম্মেলনে জানান, গোপনে খবর পেয়ে তারা তত্ত্বাধায়নে ব্যাটালিয়ন সদরের সুবেদার ইসমাইল হোসেনসহ একদল বিজিবি সদস্য আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে চোরাচালন বিরোধী অভিযান চালায় ঝিনইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। সেখান থেকে একটি ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করে। ওই দু’যানবাহনে থাকা ভারত থেকে আনা কসমেটিক সামগ্রী উদ্ধার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে এনে সিএন্ডএফ এ.এম. এন্টারপ্রাইজের একাধিক প্রতিনিধির উপস্থিতিতে মালামালের কাগজপত্র যাচাই করে প্রমান পাওয়া যায় ওগুলো অবৈধ। কাগজে ভারত থেকে বৈধভাবে আনা কসমেটিকের চেয়ে অবৈধের পরিমান ছিলো বেশী। অবৈধ ভারতীয় কসমেটিকের মধ্যে রয়েছে সীসা তেল (৯০ এম.এল.) ১ হাজার ৭৬০টি ও (১৮০ এম.এল.) একই তেল ৯৬০টি, বডি স্প্রে ৪৮০টি, ফেয়ার এন্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস ৭২০টি, ভিক্ক ক্রিম ৭২০ টি, স্কিন ক্রিম ১ হাজার ৯২০টি, সুথল ১ হাজার ৪৪০টি, আরর্নিকা প্লাস ৪৩২টি, হুইটিটন পাউডার (৭০ গ্রাম) ১ হাজার ৮০টি, একই পাউডার (৫০ গ্রাম) ১ হাজার ৪৪০ টি ও (৩০ গ্রাম) ১ হাজার ৯২০টি। উদ্ধার করা অবৈধ কসমেটিকের মূল্য ২০ লাখ ৪০ হাজার ৭২০ টাকা। মালামাল গুলো চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমসে জমা করা হয়েছে।