জীবননগর মাধবপুরে আইজদ্দিন এর দোকান হইতে পূজা মন্ডপ পর্যন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য : দেখার কেউ নেই?
- আপলোড টাইম : ১২:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
- / ৪২৮ বার পড়া হয়েছে
ওমেদুল ইসলাম-হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন এর মাধবপুর গ্রামের আইজদ্দিন এর দোকান হইতে মাধবপুর পূজা মন্ডপ পর্যন্ত রাস্তাটি মানুষের চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে এই রাস্তা দিয়ে প্রায় ২০০-৩০০ লোক নিয়মিত যাতায়াত করে এবং ঐ একই রাস্তার শেষ প্রান্তে একটি পূজা মন্ডপ আছে যেখানে বর্তমানে হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উৎসব পালিত হচ্ছে। কিন্তু এই রাস্তাটি এতটাই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে যে মানুষ তো দূরের কথা পালিত পশু গরু-ছাগল পর্যন্ত চলতে পারছেনা। এই রাস্তাটির বিষয় নিয়ে মহল্লা বাসীদের সাথে কথা বললে তারা নিম্নে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনেন, মৃত বদর উদ্দিনের ছেলে আলীহিম, সাইদুর রহমান ফেলা, মৃত শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরা, মৃত গিয়াস উদ্দিনের মেয়ে সাবেক ইউপি মহিলা সদস্য আশানুর খাতুন। তাদের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানিতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে এই রাস্তাটির উপরে প্রায় বার মাসই এক হাটু পরিমান পানি জমে থাকে। ঐ রাস্তার সাথে সংযুক্ত জালাল বিশ্বাসের বাড়ি পর্যন্ত একই সমস্যা বিদ্যমান। অভিযুক্তরা চলাচলের একমাত্র রাস্তাটির উপর গবাদি পশু গরু বেধে রাখে ও বিভিন্ন প্রকার আবর্জনা ফেলে। বর্ষাকালে পানি বের হওয়ার সমস্ত পথ আটকে রাখে যার ফলে রাস্তায় পানি আটকে থাকে। অভিযুক্ত কারীদের সাথে কথা বললে তারা নতুন খবর প্রতিনিধি সাইদুল আলম মিল্টন, মনিরুজ্জামান রিপন, সময়ের সমীকরন প্রতিনিধি ওমেদুল ইসলাম ও মহল্লা বাসীদের সাথে বিরূপ আচরন করে বলেন যে, তাদের এই পানি বন্ধ করতে পারবেনা। পারলে কেউ রাস্তা উচুঁ করে নির্মাণ করুক। এ যেন গায়ের জোরে, জোর যার মুল্লুক তার। বিষয়টি নিয়ে গ্রামে মাতব্বররা কয়েকবার সালিশ দরবার করলেও অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে বিচারের কোন তোয়াক্কা করেননা। তাই গ্রামের সর্বসাধারন এবং ঐ মহল্লায় বসবাসকারী সকলের ও হিন্দু সম্প্রদায়ের দাবি তাদের এই ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উৎসব তারা যাতে সাচ্ছন্দে ও আনন্দের সাথে পালন করতে পারে এবং দর্শনার্থীরা যাতে তাদের পূজা মন্ডপে আসতে পারে সেই লক্ষে যত দ্রুত সম্ভব রাস্তাটি যাতে মেরামত হয় সেই লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ।