শিশুদের সৃজনশীলতা নষ্ট করে টিভি
- আপলোড টাইম : ১২:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৭৮ বার পড়া হয়েছে
প্রযুক্তি ডেস্ক: দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে সৃজনশীলতা কমে যায় শিশুদের। বিশেষ করে, যে সব শিশু বই পড়ে বা কোনও সমস্যার সমাধান করে তাদের থেকে পিছিয়ে পড়ে অনেকটাই। তবে তার থেকে কম সময় টিভি দেখলে প্রভাব পড়ে না অতটা। ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে কথাগুলো। ৩ বছর বয়সী ৬০টি শিশুর ওপর গবেষণা চালিয়ে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের মধ্যে স্বকীয় সৃজনশীলতা কমে যায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক সারা রোজ বলেন, ‘শিশুদের সৃজনশীলতায় টেলিভিশনের প্রত্যক্ষ প্রভাব নিয়ে আমরা গবেষণা করছিলাম। শিশুদের একটি দলকে ‘পোস্টম্যান প্যাট’ নামে একটি ধারাবাহিকের আধ ঘণ্টার এক একটি পর্ব দেখানো হয়েছিল। অন্যদিকে, আরেক দলকে বই পড়া বা পাজেল সমাধান করতে দেওয়া হয়। এর পর তাদের সৃজনশীলতা পরীক্ষা করি আমরা।’ তাতে দেখা যায়, টিভি দেখার ফলে স্বকীয় ভাবনায় প্রভাব পড়েছে শিশুদের। যদিও সেই প্রভাব সময়ের সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ক্রমাগত এই ঘটনা ঘটতে থাকলে শিশুরা খেলাধুলা বা অন্য কাজে কম সক্রিয় ও সৃজনশীল হয়ে ওঠে, যা তাদের বৃদ্ধিতে ঋণাত্মক প্রভাব ফেলে। অনেকে বলেন, ধীরগতিতে কাহিনী এগোয় এমন টেলিভিশন শো-য়ে শিশুদের মধ্যে প্রভাব পড়ে না। কিন্তু আমরা গবেষণায় তেমন কিছু পাইনি, জানিয়েছেন গবেষকরা।