জাতীয় কবিতা পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠিত
- আপলোড টাইম : ০১:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: কবি অমিতাভ মীর সভাপতি ও ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু সাধারণ সম্পাদক নির্বাচিত। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় কবি অমিতাভ মীর-এর বাসভবনে চুয়ডাঙ্গা জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকবৃন্দের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে এবং কবি গোলাম কবীর মুকুলের সভাপতিত্বে জাতীয় কবিতা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কবি অমিতাভ মীর সভাপতি ও ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন যথাক্রমে- সহ-সভাপতি কবি গোলাম কবীর মুকুল, সহ-সভপতি কবি শাহিদা খাতুন, যুগ্ম সম্পাদক কবি কিংকর কুমার দে, সাংগঠনিক সম্পাদক কবি হেলাল হোসেন জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক ছড়াকার আনছার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছড়াকার হোসেন মোহাম্মাদ ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক কবি ও গীতিকার মোঃ অবুল কাশেম, দপ্তর সম্পাদক শাহানাজ পারভীন, সাংস্কৃতিক সম্পাদক সুবর্ণ শোভা । কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে- কবি রিচার্ড রহমান, মাহমুদুল করিম খান মন্টু, মাহির তাজওয়ার, ফকরুল ইসলাম, ছড়াকার ইদ্রিস মণ্ডল, ছড়াকার শরিফ সাথী, এম. এ. হামিদ, পিন্টু রহমান, আনিক জাহান, চপল বারী, রতন কুমার শর্মা, কিশোর কারুণিক, ইউনুস আলী। এছাড়া, জেলা জজ কোর্টের সিনিয়র আাইনজীবি কামরুল আরেফিন, প্রধান উপদেষ্টা, জেলা জজ কোর্টের সিনিয়র আাইনজীবি তছিরুল আলম মালিক ডিউক এবং সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পনের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন-কে উপদেষ্টা মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।