শিরোনাম:
ঝিনাইদহ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২জন আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
- / ৩১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া থেকে ২টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো আক্কাস জোয়াদর্দারের ছেলে সাজ্জাদ হোসেন (১৬) ও বশির মন্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তুহিন (২৫)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ র্যাব ৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি উৎপল কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার খাজুরা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে তুহিন ও সাজ্জাদকে আটক করা হয়। এ তাদের স্বীকারোক্তি মোতাবেক ২টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।
ট্যাগ :