চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান ভ্রাম্যমান আদালতে ৩ মাদকব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড
- আপলোড টাইম : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
- / ৩৪৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভ্রাম্যমাণ আদালতে ৩ জন মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গার পারকুলা আস্তানাপাড়ার মৃত আফসার মন্ডলের ছেলে নূর ইসলাম (৬৫) কে ৪শ গ্রাম গাজা, আলমডাঙ্গা বকসিপুর গ্রারেম মৃত মেহের আলী মুন্সির ছেলে মোজাম্মেল হক (৭৫) কে ৫শ গ্রাম গাজা এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া গ্রামের মৃত ছামসেল আলীর ছেলে মকবুল (৫০) কে ৪শ গ্রাম গাঁজাসহ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এরপর তাদের বিকাল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর মাদকদ্রব্য কর্মকর্তা ও তার সঙ্গীয় ফোর্স ৩ জনকে চুয়াডাঙ্গা জেল হাজতে নিয়ে যায়। অপর দিকে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রাম থেকে আবুল কালামের স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীনা খাতুন (৩০) কে ৬শ গ্রাম গাঁজাসহ আটক করে আলমডাঙ্গা থানায় সোর্পদ করে। তার নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। আজ তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হবে।