শিরোনাম:
মেহেরপুর মুজিবনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী এনামূল আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
- / ৪২১ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এনামুল নামের এক মাদক ব্যবসায়ী কে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মুজিবনগর পুলিশ। গতকাল সোমবার ভোর ৩ টা দিকে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেনের নেতৃত্বে এস আই মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী এনামুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের চালের উপর থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করেছে। এসময় সাগর নামের এক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের হারান মন্ডলের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হবে। ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী থানায় হাজতে আটক আছে।
ট্যাগ :