মহেশপুর বাল্যবিয়ের দায়ে সেই ৫ পরিবারের ৯ জনের কারাদণ্ড
- আপলোড টাইম : ১২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
- / ৪৪৩ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজীসহ সেই ৫ পরিবারের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম এ কারাদণ্ড দেন। দণ্ড-প্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে কাজী হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের আজিজুল হকের স্ত্রী জরিনা খাতুন (৪০), ফতেপুর ঘোষপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৩৮), পুরান্দপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও তার ছেলে ওমর ফারুক (২৩), একই গ্রামের নুর ইসলাম (৪৫), ফতেপুর গ্রামের শিখা খাতুন (৪০) ও ঢাকা জেলার ফকির মণ্ডলের ছেলে পলাশ হোসেনসহ (২৪) ৯ জন। মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন ইসলাম জানান, মহেশপুর উপজেলায় একই দিনে ৫টি পরিবার বাল্যবিয়ের আয়োজন করা হয়। অত্র পত্রিকায় প্রকাশিত এমন খবরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদেরকে ১৫ দিন ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল ঈদের ছুটিতে মহেশপুরে বাল্যবিয়ের ধুম শিরোনামে খবর প্রকাশিত হয়।