মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
- আপলোড টাইম : ০১:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৪০৪ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরে মোটর সাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সুরুজ আলী (২৬) নামের এক সেনা সদস্য মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে করমদি এলাকায় এ ঘটনার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হয়েছেন সুরজ আলীর মোটর সাইকেল আরোহী তার ভাতিজি বৃষ্টি খাতুন (১০)। নিহত সুরজ আলী মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ছদর আলীর ছেলে। তিনি সেনাবাহিনীর সদস্য হিসেবে ঢাকায় কর্মরত। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুরজ আলী গতকাল সকালে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে তার বড় ভাইয়ের মেয়ে বৃষ্টিকে সঙ্গে নিয়ে শ^শুরবাড়ি করমদি গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কমরদি মাঠের সড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে মিরপুর নামক স্থানে পৌঁছুলে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়িতে ফিরিয়ে নেয় পরিবার। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবার থেকে ওই সেনা সদস্যর ইউনিটে খবর দেওয়া হয়েছে। রোববার সেনা সদর দপ্তর থেকে প্রতিনিধি আসার কথা। এর পরেই লাশ দাফনের সিদ্ধান্ত হবে।