গাংনীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ১২:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৪২৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনী উপজেলার বাওট বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় কলেজ চত্ত্বরে কলেজের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মটমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দীন, বাওট গ্রাম আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নারগিছ পারভীন, কলেজের প্রভাষক এনামুল ইসলাম, নাহারুল ইসলাম, শামীমুজ্জামান ও কলেজের কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলাম। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ভেড়ামারার সাগরী, ছাতিয়ান গ্রামের মাকছুরাতন লাজ, সাংবাদিক জুলফিকার আলী কানন, রবিউল ইসলাম, মেজর, শিশু শিল্পী সোহাগ, কলেজের ছাত্র হাসানসহ স্থানীয় শিল্পী বৃন্দ। উল্লেখ্য, বাওট বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি কলেজ শেষ এইচএসসি পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে একজন ছাত্র জিপিএ-৫ সহ ৫৫ জন পাশ করেন। গাংনী উপজেলায় কলেজ পর্যায়ে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় শীর্ষ স্থান অধিকার করেছে।