কার্পাসডাঙ্গার ছমির উদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গার ছমির উদ্দীন (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় অংশ নেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুুর বাবু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল প্রমুখ।

ছমির উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপির চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক উর রহমান, সাধারণ সম্পাদক নজীর আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক প্রমুখ।